Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

   প্রাণিসম্পদ অধিদপ্তরের সেবাদান কার্যাবলী

 

  ১। প্রসাশনিক কার্যত্রমের মাধ্যমে সেবা দান ।

  ২। প্রাণি-পাখির চিকিৎসার মাধ্যমে সেবা দান ।

  ৩। প্রাণি-পাখির জাত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ।

  ৪। গবাদিপ্রাণি, হাঁস-মুরগি, সিমেন,ঔষধ ও যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সেবা প্রদান ।

  ৫। রোগ অনুসন্ধান, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কার্যক্রম ।

  ৬। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্রতা হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টি ।

  ৭ । প্রাণি-পুষ্টি উন্নয়ন ও সরকারি/বেসরকারি খামারের প্রাণি-পাখির খাদ্যের গুনগতমান বিশ্লেষণ ।

  ৮। মানবসম্পদ উন্নয়ন ও লাগসই প্রযুক্তি হস্তান্তর বিষয়ে প্রশিক্ষণ দান ।

  ৯। দুধ উৎপাদন বৃদ্ধি ও উন্নতজাত তৈরীর জন্য কৃত্রিম প্রজনন কার্যক্রম

  ১০। জীব বৈজিত্র সংরক্ষণ ও জনসাধারণের চিত্ত-বিনোদনের জন্য চিড়িয়াখানা কার্যক্রম পরিচালনা ।

  ১১। ভেটেরিনারি পাবলিক হেলথ কার্যক্রম ।

 ১২। প্রাণিজাত পণ্য উৎপাদন , বিতরণ ও বিক্রয় কার্যক্রম ।

 ১৩। গবাদিপ্রাণি ও  হাঁস-মুরগির খামার রেজিস্ট্রেশনকরণ ও সরকার ঘোষিত অনুদান প্রদান ।

 ১৪। বিভিন্ন গণমাধ্যম ও প্রকাশনার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধকরণ ও গণসচেনতা সৃষ্টি ।

 ১৫ । দুর্যোগকালীণ সময়ে জরুরী ভিত্তিতে সেবা কার্যত্রম গ্রহণ ।